×
  • প্রকাশিত : ২০২৫-০১-২২
  • ১৮ বার পঠিত
জাহিদ খান, কুড়িগ্রাম 
কুড়িগ্রাম জেলার চিলমারীতে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে আয়োজক কর্তৃপক্ষ প্রায় ৬৬ লাখ টাকার একটি প্রস্তাবিত বাজেট জমা দিয়েছে। তবে বাজেটের বিশাল অঙ্ক নিয়ে স্থানীয় পর্যায়ে ও সামাজিক মাধ্যমে উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে, এতো বড় অঙ্কের অর্থ অনিয়ম ও লোপাটের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী:
১. কৃষক-জেলেদের খাবার: ৬০ লাখ টাকা।
২. ভিআইপি অতিথিদের খাবার: ৫০ হাজার টাকা।
৩. স্টেজ, সাউন্ড সিস্টেম, গেট, লাইটিং ও অন্যান্য খরচ: ৫ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, এক দিনের একটি মহাসমাবেশে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় কীভাবে যৌক্তিক হতে পারে। বিজ্ঞ মহলের মতে, বাস্তবে এত বড় সংখ্যক কৃষককে একত্রিত করা কঠিন এবং এ ধরনের সমাবেশের জন্য এত টাকা বরাদ্দ করা অপ্রয়োজনীয়।

এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই টাকা যদি প্রকৃত কৃষকদের উন্নয়নে ব্যবহার করা হতো, তাহলে তা আরও কার্যকর হতো।"

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজ জানান, "হাট ও ঘাটে জমিদারি প্রথা বাতিল, কৃষকের সাথে মতামতের ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২টি দাবিতে আমরা এই উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ করছি। একজন কৃষককে ১ বেলা খাওয়ানোর জন্য ২শ টাকা বরাদ্দ চাওয়া কি খুব বেশি? ৫০ হাজারেরও বেশি সারাদেশ থেকে আসবেন। তাদের মধ্যে ৩০ হাজার কৃষককে দুপুরে খাওয়াতে চেয়েছি। দেওয়া না দেওয়া কর্তৃপক্ষের বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা ভুল বুঝেছেন।"

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, "এই বরাদ্দ এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রকৃত খরচ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
এদিকে সাধারণ মানুষ আশা করছে, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উন্মোচন করবে এবং কৃষকদের কল্যাণে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat