×
  • প্রকাশিত : ২০২৫-০১-২২
  • ১১ বার পঠিত
শফিউল করিম সবুজ:চকরিয়া প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি প্রদর্শন এবং দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর সিন্ডিকেটের প্রধান, ইয়াবা, অবৈধ অস্ত্র ব্যবসা, ডাকাতি, ভুমিদস্যুতা, সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের হোতা নবী হোছাইন প্রকাশ নইব্যা চোরা ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জানুয়ারি) বিকাল ৩টায় চকরিয়া পৌর শহরে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় নবী হোছন ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে প্রশাসনের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন স্থানীয় চকরিয়াবাসী।
মানববন্ধনে উপস্থিত লোকজন জানায়, দীর্ঘদিন ধরে সন্ত্রাসের গডফাদার সাবেক এমপি জাফর আলমের ছত্র ছায়ায় উপজেলার সাহারবিল বিল কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর নব্যা চোরা ও তার বাহিনীর অত্যচারে অতিষ্ঠ স্থানীয় লোকজনসহ পুরো দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ এবার এর থেকে পরিত্রাণ পেতে চায়। বিগত জাতীয় সংসদেও তার (নব্যা চোরা) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়েছিল।
নির্যাতনের শিকার স্থানীয় কামাল উদ্দিন, মোকাদ্দেস, আবদু জলিলসহ মানববন্ধনে ভোক্তভোগিরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গরুচোর সিন্ডিকেট প্রধান নবী হোছন ও তার বাহিনী সদস্যদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করেন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয় ।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মনজুরুল কাদের ভুইয়াঁ কাছে জানতে চাইলে তিনি বলেন, নবী হোছাইসহ তার সহযোগিদের গ্রেফতার করার জন্য চলতি ১৭ জানুয়ারী তার বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নবীসহ তার সহযোগীরা পুলিশ ও স্থানীয়দের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এসময় স্থানীয় দুইজন গুলিবিদ্ধ হয়।
তিনি আরো বলেন, নব্যাচোরা ও তার সহযোগিদের গ্রেফতার করতে পারলে ডাকাতি গরু চুরি ছিনতাই বন্ধ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat