×
সদ্য প্রাপ্ত:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা ৪টি সন্তানের জন্ম দিলেই ১ লাখ, সরকারি বোর্ডের প্রধান দিলেন ধর্মরক্ষার দোহাই লে- অফ ব্রেক্সিমকো কোম্পানি ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন নাগেশ্বরীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মীরগড় এলাকায় মাজার ভাংচুরের অভিযোগে রাজনৈতিক গ্যারাকল থেকে ঘুরে দ্বারাতে হিমসিম খাচ্ছেন বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা শরণখোলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিকাশ ব্যবসায়ী হত্যার, বিচার না পেলে মায়ের আত্মহত্যার হুমকি মানিকগঞ্জে ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয় লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ৩৩ বার পঠিত
মোঃ এমদাদুল হক 
স্টাফ রিপোর্টার


জামালপুর  প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক এবং এসপি বরাবর স্মারকলিপি প্রদান করে। 

১২ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রোববার দুপুর ১২ঃ২০থেকে জামালপুরের সাংবাদিক সমাজ জেলা প্রশাসক প্রশাসনের কার্যালয়ের সামনে  একত্রিত  হতে থাকে ।   সকলে একত্রিত হওয়র পর সংক্ষিপ্ত আলোচনা আলোচনা সমাবেশ করেছে। 


 সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আলোচিত জামালপুর এর নিবাহী সম্পাদক সাযযাদ আনসারী প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন  করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত   ব্যক্তিদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোসতুজা বিল্লাহ্,  সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন,  কার্যকরী সদস্য মোঃ ইব্রাহিম খান। 

উল্লেখ্য, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ দলীয় শেখ হাসিনার সরকারের পতনের পরও মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী সাইদুল ইসলাম শিপন। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে গত ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে একটি  মিথ্যা বানোয়াট  মামলা দায়ের করেন। জানা যায় সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগু’র ছেলে। শিপন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের  রাজত্ব কয়েম করেন। শিপনের ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পেত না।  আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে  একটি  মিথ্যা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat