গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের মৃত সাহাব উদ্দিন আকন্দ এর পুত্র মোঃ আলতাফ হোসেন আকন্দ তার কর্মস্থলের উর্দ্ধতন সহকর্মীদের বিরুপ মনোভাব এবং তার চাকুরীর ক্ষতি করার আশংকায় তিনি ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেছেন।
আজ সকালে তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন আকন্দ বলেন, ২০০৯ সালে ইউনিমেড ইউনিহেলথ কোম্পানীতে যোগদান করে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করে আসা কালে প্রায় ০২ বৎসর ০৩ মাস লক্ষ্মীপুর জেলার চাকুরী করার পর কর্তৃপক্ষ লক্ষ্মীপুর সদরের দালাল বাজার এলাকায় পদায়ন করেন। সেখানে চাকুরী করা কালীন কোম্পানীর এ্যাসিষ্ট্যান্ট
ম্যানেজার ময়নুল ইসলাম, আহসান উল্লাহ, সিনিয়র এরিয়া ম্যানেজার সঞ্জিব কুমার সাহা, এমপিও তোফাজ্জল হোসেন এবং
ইউনিডার্মা’র এমপিও গোলাম আজম, ডিপো ম্যানেজার সাদ্দাম হোসেনগণ স্থানীয় কিছু লোকজনের সহায়তায় তাকে হয়রানী এবং
তার চাকুরীর ক্ষতি সাধন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া অভিযোগ করে তার চাকুরীর ক্ষতি সাধন করার পায়তারা করতে থাকে।
বিষয়টি তিনি বুঝতে পেরে কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে নেয়ার জন্য উল্লেখিত ব্যক্তিদের উর্দ্ধতন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করলে উল্লেখিত ব্যক্তিগণ সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। বর্তমানে উল্লেখিত ব্যক্তিগণ মিথ্যা রটনা রটাইয়া তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্নসহ তার চাকুরীর ক্ষতি সাধন করার পায়তারা করছে। যে কোন সময় উল্লেখিত ব্যক্তিগণেরদ্বারা তার সমূহ ক্ষতি সাধনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক ঢাকায় বদলীর জন্য আবেদন করছেন।
এ জাতীয় আরো খবর..