মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার শাস্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদকে গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং দ্রুত মুক্তির দাবিত সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টায় ভোলা প্রেস ক্লাব হলরুমে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ এর ব্যনারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু জানান, ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন গত ৯ জানুয়ারি রাত ৩টার দিকে প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে তার বাসা থেকে গ্রেফতার করেছে। এ ঘটনাকে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত নাটক সাজিয়ে একজন শিক্ষককে সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৯ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার ব্যানারে ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। স্মারকলিপি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে তোফায়েল আহমেদ এর মুক্তির দাবি জানানো হয়। কিন্তু ৪৮ ঘণ্টা পরও তাকে মুক্তি না দেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে আগামী ১৩ জানুয়ারির মধ্যে তাকে মুক্তি না দিলে ১৪ তারিখ থেকে কর্মবিরতিসহ ৫ দফা কর্মসূচির ঘোষণার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামিয়াতুল মোদারেছিন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবাশ্বিরুর হক নাঈম, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো: মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন (নবীন)সহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..