রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ১জানুয়ারী) সকালে উপজেলা ভূলতা এলাকায় ঢাকা টু সিলেট মহা সড়কের এ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালী কে সফল ও সার্থক করার লক্ষ্যে সকাল থেকে থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলের মাধ্যমে র্যালীতে অংশগ্রহণ করেন।
এ সময় কয়েক হাজার নেতা কর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে র্যালীতে যোগদান করেন করেন।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা,আশরাফুল ইসলাম হৃদয়,কামরুল হাসান,আলমগীর হোসেন নয়ন,সরকার মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূঁইয়া,সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম নয়ন,সালাউদ্দিন সানি,শামিম খান,জহির খান, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল জলিল,রুহুল আমীন ভূঁইয়া,আলামীন ইসলাম প্রিন্স,তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মজারুল ইসলাম রাজিব,সাবেক সদস্য সচিব আনিছুর রহমান নাবিল প্রধান,সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান,ইমরান নাজির,সিয়াম হায়দার টিপু,সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আমিন,কাঞ্চন পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময় হাসান,সাবেক যুগ্ম আহ্বায়ক জিতু খান,আশিক দেওয়ান,সাবেক আহ্বায়ক সদস্য ইয়াসিন আরাফাত অপু,জাইদুল দেওয়ান,সুলতান চৌধুরী,হৃদয় চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..