×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৮
  • ৬৪ বার পঠিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়  পরিষ্কার  পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দিনব্যাপী  নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচী পালন করে। সকালে পৌরসভা কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি মাসুদ রানা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহন করে।

এর আগে গত সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর শহরে আনন্দ মিছিল হয়। এসময় পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, উপজেলা পরিষদে ভাঙচুর, একটি মোটর সাইকেল শো-রুমে অগ্নিসংযোগ, দুইটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নি সংযোগ, শহীদ মিনার মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বাস টার্মিনালে দূরপাল্লার ১৩ টি বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা৷

এরপর থেকে পৌরশহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে–ছিটিয়ে ছিল ভাঙা কাঁচের টুকরো, ছাইয়ের স্তূপসহ ধ্বংসের চিহ্ন। সাথে ছিল ছোটো–বড় অসংখ্য ইটের টুকরো। পরে এসব শহরের সড়ক থেকে পরিষ্কার করতে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন,  শহরটি আমাদের।  শহরকে আমরা সুন্দর করে সাজাবো। তাই আমাদের বসে থাকার সুযোগ নেই।

শহরের যানজট নিরসনে দায়িত্ব পালনকালে শিক্ষার্থী রুহুল সিদ্দিকি রুমান বলেন, শহরে এ মুহূর্তে ট্রাফিক পুলিশ নেই। সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। তাই আমরা সাধারণ ছাত্ররা দায়িত্ব পালন করছি।

নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সমন্বয়ক এম এ রায়হান বলেন, আমরা মূলত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম করে থাকি। কিন্তু সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলায় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলা চালায়।

অব্যবস্থাপনায় শহরজুড়ে ধ্বংস স্তূপ পড়ে আছে। তাই শিক্ষার্থীদের নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি। শিক্ষার্থীদের এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat