×
সদ্য প্রাপ্ত:
কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে মিডিয়া ফোরামের কম্বল বিতরণ অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত করতে পারছেনা পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে জামালপুর প্রেসক্লাব সভাপতি'র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা হয়েছে কোনো কাজে আসেনি ৩০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আলোচনা সভা নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা কুমিল্লা চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক পুলিশের ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক আটক সিভিল সার্জন অফিসে চাকুরীর ভাইবা দিতে এসে প্রার্থীদের মধ্যে স্বস্তি
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ৯ বার পঠিত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ঋণের টাকা শোধ দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে


ন আবুল কালাম(৩২) নামের এক ব্যাক্তি। দেনাদারকে না পেয়ে তার ভাইয়ের ৪টি গরু নিয়ে নিয়ে যান পাওনাদার। এমন ঘটনা ঘটিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরের পপি বেগম(৪০) নামের এক সুদি ব্যবসায়ি। 
ভূক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, পাশের উপজেলার আবুল কালাম নামের একব্যক্তি বাউফলের বগা বন্দরের করিম হাওলাদেরর মেয়ে পপি বেগমের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করেন। ওই টাকায় প্রতি মাসে ১০হাজার টাকা সুদ দিতে হতো। গত ৮মাস ধরে সুদের টাকা না দিতে পারায় সুদে আসলে মোট ২লাখ ৫০হাজার টাকা দাবি করেন পপি। সব শেষে টাকা শোধ দিতে না পেরে স্ব-পরিবারে পালিয়ে যান কালাম। এতে কোন উপায় না দেখে পপি গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কালামের ভাই আবু সালেহ‘র বর্গা পালিত ৪টি গরু খোঁয়াড় থেকে নিয়ে যায়। পরে বাউফল ও দুমকি পুলিশের সহায়তায় পপির বাসা থেকে গরুগুলি উদ্ধার করে পুলিশ। বর্তমানে গরুগুলি দুমকি পুলিশের হেফাজতে রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত পপি বলেন, ‘আমি কালমকে গরু কেনার জন্য ২লাখ ৫০হাজার টাকা দিয়েছি। যার কাগজপত্র ও স্থানীয় সাক্ষি রয়েছে। কালাম কোন ধরনের টাকা পরিষোদ না করে পালিয়েছে। শুধু আমার টাকা নয় স্থানীয় আরও কয়েকজসহ কয়েকটি সরকারী-বেসরকারি ব্যাংক থেকেও টাকা নিয়ে পালিয়েছে। গরু তার ভাই দাবি করলেও আসলে গরু আমার টাকায় কেনা।
এবিষয় দুমকি থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে গরুগুলো উদ্ধার করেছি। ৪টি গরু আমাদের থানার হেফাজতে আছে। উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।###
এসএম সিদ্দিকুর রহমান
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭৩৩২৫২৩৩৬।
তারিখ-১০/০১/২৫ পাওনাদার।
মোঃ রুবেল হোসেন বাউফল উপজেলা প্রতিনিধি :
ঋণের টাকা শোধ দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন আবুল কালাম(৩২) নামের এক ব্যাক্তি। দেনাদারকে না পেয়ে তার ভাইয়ের ৪টি গরু নিয়ে নিয়ে যান পাওনাদার। এমন ঘটনা ঘটিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরের পপি বেগম(৪০) নামের এক সুদি ব্যবসায়ি। 
ভূক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, পাশের উপজেলার আবুল কালাম নামের একব্যক্তি বাউফলের বগা বন্দরের করিম হাওলাদেরর মেয়ে পপি বেগমের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করেন। ওই টাকায় প্রতি মাসে ১০হাজার টাকা সুদ দিতে হতো। গত ৮মাস ধরে সুদের টাকা না দিতে পারায় সুদে আসলে মোট ২লাখ ৫০হাজার টাকা দাবি করেন পপি। সব শেষে টাকা শোধ দিতে না পেরে স্ব-পরিবারে পালিয়ে যান কালাম। এতে কোন উপায় না দেখে পপি গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কালামের ভাই আবু সালেহ‘র বর্গা পালিত ৪টি গরু খোঁয়াড় থেকে নিয়ে যায়। পরে বাউফল ও দুমকি পুলিশের সহায়তায় পপির বাসা থেকে গরুগুলি উদ্ধার করে পুলিশ। বর্তমানে গরুগুলি দুমকি পুলিশের হেফাজতে রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত পপি বলেন, ‘আমি কালমকে গরু কেনার জন্য ২লাখ ৫০হাজার টাকা দিয়েছি। যার কাগজপত্র ও স্থানীয় সাক্ষি রয়েছে। কালাম কোন ধরনের টাকা পরিষোদ না করে পালিয়েছে। শুধু আমার টাকা নয় স্থানীয় আরও কয়েকজসহ কয়েকটি সরকারী-বেসরকারি ব্যাংক থেকেও টাকা নিয়ে পালিয়েছে। গরু তার ভাই দাবি করলেও আসলে গরু আমার টাকায় কেনা।
এবিষয় দুমকি থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে গরুগুলো উদ্ধার করেছি। ৪টি গরু আমাদের থানার হেফাজতে আছে। উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat