×
সদ্য প্রাপ্ত:
কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে মিডিয়া ফোরামের কম্বল বিতরণ অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত করতে পারছেনা পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে জামালপুর প্রেসক্লাব সভাপতি'র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা হয়েছে কোনো কাজে আসেনি ৩০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আলোচনা সভা নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা কুমিল্লা চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক পুলিশের ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক আটক সিভিল সার্জন অফিসে চাকুরীর ভাইবা দিতে এসে প্রার্থীদের মধ্যে স্বস্তি
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৫ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও একটি জাতীয় দৈনিকে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, অভিযুক্তদের জুতাপেটা’ শিরোনামে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদে ব্যবসায়ী সমিতির সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে গত বছরের ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে এক মানসিক ভারসাম্যহীন নারী নয়াবাজারের এক দোকানের বারান্দায় অবস্থান করে। গরম কাপড় ছোপড় ছাড়া ওই নারী শীতে হিমশিম খেতে থাকে। এই দৃশ্য দেখে বাজারের এক ব্যবসায়ী ওই নারীকে গরম কাপড় ও খাবারের ব্যবস্থা করেন। পরবর্তীতে ঠান্ডার মধ্যে ওই নারীকে পার্শ্ববর্তী মিন্টু মিয়ার গেরেজে নিরাপদে আশ্রয় দেন। এর কিছুক্ষণ পর রাতেই মানসিক ভারসাম্যহীন নারী গেরেজ থেকে বেরিয়ে মৌলভীবাজার সড়কে হেঁটে চলে যান। এর একদিন পর ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে গুজব প্রকাশ হয়। এর সত্যতা যাচাই না করেই দ্রুত লোকমুখে প্রচার হতে থাকে এবং এক পর্যায়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভ্রান্তিকরভাবে ধর্ষণের প্রচার করেন। বিষয়টির স্থানীয়ভাবে জানাজানি হলে ব্যবসায়িক নেতৃবৃন্দ তাৎক্ষনিক বিষয়টি যাচাই করে ধর্ষণের কোন সত্যতা পাননি। এই প্রচারের জের ধরেই ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ এর বক্তব্য বিকৃত করে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের সংবাদ প্রকাশ হয়। অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মধ্যদিয়ে মানহানিকর বিষয়ের সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়াবাজার শ্রীরামপ্রু ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মন্নান মনোয়ার, বর্তমান সহসভাপতি বদরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বাচ্চু খান, প্রচার সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালিক, সদস্য তাহির মিয়া, ইসতিয়াক আহমেদ সাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat