×
সদ্য প্রাপ্ত:
কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে মিডিয়া ফোরামের কম্বল বিতরণ অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত করতে পারছেনা পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে জামালপুর প্রেসক্লাব সভাপতি'র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা হয়েছে কোনো কাজে আসেনি ৩০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আলোচনা সভা নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা কুমিল্লা চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক পুলিশের ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক আটক সিভিল সার্জন অফিসে চাকুরীর ভাইবা দিতে এসে প্রার্থীদের মধ্যে স্বস্তি
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ৭ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তাটির বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। একই সাথে আরো কয়েকটি জেলার কমিটিও বিলুপ্ত করা হয়। অতি শিঘ্রই এসব জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির প্যাডে উল্লেখ করা হয়- বৃহস্পতিবার (২ জানুয়ারী ২০২৫), দলের গৃহীত এক ‘সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে।
২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপি'র আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি'র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি'র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ-কে দিনাজপুর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat