এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার কবরস্থান সংলগ্ন গোমতী নদীর পাড়ে কাজী ছবির (৪২) নামক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার গোমতি নদীর বেরি বাধ থেকে মরদেটি উদ্ধার করে পুলিশ।
নিহত কাজী ছবির (৪২) জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির গাজীপুর মধ্যপাড়ার মৃত কাজী ছবির পিতা মৃত কাজী নজিরের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..