×
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৯
  • ১২৩ বার পঠিত
ইব্রাহিম মুকুট,ময়মনসিংহ:
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনার ২৯ জুন শনিবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবের বিভাগীয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল হক মৃদুল,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড.এম এ কাশেম। ক্যাব আয়োজিত বিভাগীয় সেমিনারে সূচনা বক্তব্য রাখেন ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ।ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য সেমিনারে আলোচনা হয়। এক্ষেত্রে সম্মিলিত প্রয়াস,সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলনের উপর অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন সেমিনারে অংশগ্রহণকারীরা।ক্লিনিক,পরিবহন সেক্টর,বাজার,ঔষধের দোকান,কনফেকশনারি ইত্যাদি নিয়ে সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জামালপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ময়মনসিংহ জেলা ক্যাবের সহ-সভাপতি আব্দুল মোত্তালেব লাল, ক্যাবের সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, ক্যাব সদস্য আনিছুর রহমান স্বপন, এম এ হোসাইন বিনয়, কৃষিবিদ সাকিন মোহাম্মদ আবদুল্লাহ, গণমাধ্যমকর্মী ইব্রাহিম মুকুট, রবিন বরকতুল্লাহ,বাবলী আকন্দ,রক্তিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান সজল,
ব্যবসায়ী নেতা হাফিজুর রহমান টিপু,এ কে এম আজাদ সেলিম, ময়মনসিংহ জেলা বারের আইনজীবী শহীদুল্লাহ সিরাজ, মতিউর রহমান ফয়সাল, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মাহিয়াত প্রমুখ। 

ক্যাবের ময়মনসিংহ বিভাগে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে ময়মনসিংহ জেলা ক্যাব নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত ক্যাব নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত অতিথি ও বক্তাগণ স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ক্যাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনে ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আপামর জনসাধারণের ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ক্যাব বেসরকারি সংগঠন হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণে অসামান্য ভূমিকা রেখেছে, ক্যাব এর পাশাপাশি অন্যান্য সামাজিক সংস্থাগুলোকেও এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনের জন্য তিনি আহবান জানান। এছাড়াও তিনি তার বক্তব্যে ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ সহ ভোক্তাদের অধিকার আদাযে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat