×
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২৯ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে শ্রমিক ভিসায় সৌদি গিয়ে ৩ বছর ধরে জেলবন্দী থাকা সন্তানকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছে এক মা।ওই মায়ের নাম রিনা আক্তার।তিনি উপজেলার ছাতিয়াইন ইউপির মনিপুর গ্রামের বাসিন্দা।সৌদিআরবে জেলে আটক তার ছেলের নাম হুমায়ুন মিয়া।
জানা যায়, ২০২১ সালে অভাবের তাড়নায় বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে সৌদিতে কাজ করেন হুমায়ুন।সেখানে সে একটি হয়রানি মামলার শিকার হন।পরে মামলার বাদির মাধ্যমে মামলার আপোষ-মীমাংসা হলেও সে জেল থেকে ছাড়া পাচ্ছে না।প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বাংলাদেশের এম্বাসি থেকেও।হুমায়ুন মিয়া রিয়াদ শহরের এইসকেন ওয়ান আজিজিয়া জেলের ১৮ নং কক্ষে বন্দী রয়েছেন। সেখানে সে শারীরিক নির্যাতনেরও শিকার হচ্ছে। পাচ্ছে না এম্বাসির পক্ষ থেকে আইনি সহযোগিতাও।
দেশে অবস্থানরত ভুক্তভোগী হুমায়ুনের মা রিনা আক্তার বলেন,আমার ছেলেটা ৩ বছর ধরে সৌদ্দি জেলে বন্দি। বেঁচে আছে কিনা মারা গেছে তাও জানিনা। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি আমার ছেলেটিকে যাতে উদ্ধার করে দেয়। 
ভক্তভোগী হুমায়ুনের স্ত্রী তানজিনা আক্তার জানান,বাবা ছাড়া আমার ৪ বছরের বাচ্চা মেয়েটিকে নিয়ে খুব কষ্ট করছি।আমরা খুব সমস্যার মধ্যে দিন পার করছি। সৌদিতে মিথ্যা মামলায় ফেঁসে গেছে সে। আমরা তার মুক্তি চাই।  
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  ওয়েজ অনার্স বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বেশি। এরপরও প্রবাসীকে উদ্ধারে সাধ্যমত আমাদের চেষ্টা অব্যাহত হয়ে থাকবে। 
এদিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি সহযোগিতা পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মানবাধিক কমিশনের চেয়ারম্যানের কাছে  লিখিত আবেদন করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat