- প্রকাশিত : ২০২৪-১২-২২
- ১৬ বার পঠিত
মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ খুলনার কয়রা উপজেলায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে কয়রা সেতুর ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম এমদাদুল হকের নির্দেশে এসআই প্রণয় মন্ডল ও এ এস আই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা দুজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মসজিদকুড় গ্রামের কুদ্দুস সরদারের ছেলে আবু সুফিয়ান এবং মহারাজপুর গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে আবু হানিফ। কয়রা থানার এসআই প্রণয় মন্ডল জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার একটি উদাহরণ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..