×
সদ্য প্রাপ্ত:
মানিকগঞ্জে ছিন্নমুল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন নির্বাহী অফিসার কুমিল্লা দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ আটক- ১ উচ্চ শব্দ দুষনে অতিষ্ঠ নাগেশ্বরী পৌরবাসী ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের চিরুনি অভিযানে ২৪ ঘন্টায় ১৪ আসামি গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার এবারের লড়াই জনগণের ভাগ্য বদলাবার লড়াই আত্রাইয়ে রাষ্ট্র মেরামতে ৩১দফা বাস্তবায়নে বিএনপির সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধীক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ১৩ বার পঠিত
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে শাহীন আহমেদ (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন আহমেদ বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আনন্দপুর গ্রামের মরহুম ইলিয়াছ আলীর ছেলে। 
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম মাহমুদ হাসান রিপন গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, শনিবার (২১ ডিসেম্বর) রাতের উপজেলার শরিফগঞ্জ বাজার থেকে শাহীন আহমেদ গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জকিগঞ্জে  কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৪ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 
পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৪০৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী জাফর আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন আহমেদকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, যুবলীগ নেতা শাহীন আহমেদকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় এবং আজ রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat