জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে শাহীন আহমেদ (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন আহমেদ বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আনন্দপুর গ্রামের মরহুম ইলিয়াছ আলীর ছেলে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম মাহমুদ হাসান রিপন গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, শনিবার (২১ ডিসেম্বর) রাতের উপজেলার শরিফগঞ্জ বাজার থেকে শাহীন আহমেদ গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জকিগঞ্জে কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৪ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৪০৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী জাফর আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন আহমেদকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, যুবলীগ নেতা শাহীন আহমেদকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় এবং আজ রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ জাতীয় আরো খবর..