সুজন শাজাহানপুর, উপজেলা প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মাওলানা জাহিদুর রহমান কে আহ্বায়ক করে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ক্বারী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান
যুগ্ন সদস্য সচিব হাফেজ মাও:রেজওয়ান হোসাইন,১নং নির্বাহী সদস্য হাফেজ মাও: মানিকুর রহমান।
শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে এক আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখা।
বগুড়া জেলা জাতীয়তাবাদীওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব কাজী মুফতি মাওলানা ইকরামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা দেওয়ান আনিছুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহেদ প্রমুখ।
আলোচনাসভায় বগুড়া শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের থেকে আগত সকলের সর্বসম্মতিতে বর্ণাঢ্য আয়োজনে শাজাহানপুর উপজেলা ওলামাদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন অতিথিরা।