হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি :
টঙ্গী ইজতেমার মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী
সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরতা হামলার প্রতিবাদে
সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা উলামা
পরিষদ সদর থানা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের
নিউমার্কেট মোড়ে সদর থানা উলামা পরিষদের সভাপতি
মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে মানববন্ধনে
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা উলামা পরিষদের সভাপতি
হাফেজ মাওঃ আব্দুল খালেক।
সদর থানা উলামা পরিষদ সেক্রেটারি মুফতি নুরুল্লাহ
সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জামিয়া
শরইয়াহ মাদ্রাসার শিক্ষা সচিব মাহমুদুল
হাসান,সাতক্ষীরার মারকাযের সাবেক জেলা আমীর প্রফেসর
হাবিবুর রহমান, জর্জ কোর্ট মসজিদে ইমাম মাওলানা
আব্দুল্লাহ, সাতক্ষীরা মারকাযের ফয়সাল মুস্তাকুর রহমান
দারা,সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি
আব্দুল্লাহ,তাকওয়া মাদ্রাসার পরিচালক মাও মোখলেছুর
রহমান,নলকুড়া মাদ্রাসার শিক্ষক মাও মুজাহিদুল ইসলাম
হাবিবী সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন,টঙ্গী ইজতেমার ময়দানে যখন
আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ
পড়ছিলেন ঠিক তখনই চিহ্নিত ভারতীয় দোসর সাদপন্থীরা’
পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার
জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত
করেছে। আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের
সর্বোচ্চ শাস্তি দাবী করি। একইসাথে
অন্তর্র্বতীকালীন সরকারের কাছে সাতক্ষীরা সহ সারা
বাংলাদেশে সে সমস্থ মসজিদে সাদপন্থী দের কার্যকলাপ
পরিচালিত হয় সে সমস্থ মসজিদ থেকে কার্যকলাপ
নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানান। মানববন্ধন শেষে
সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত
একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে প্রদান করেন।
২২।১২।২৪
এ জাতীয় আরো খবর..