মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে চলছে মহিপুর আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। ২১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহন চলবে। ৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন এতে ৬০৪ জন ভোটার ভোট প্রদান করবেন। আলো কার্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। সমগ্র মহিপুরে চলছে নির্বাচনী আমেজ। এই সময়ে ভোট জরিপে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুই জন, সাংগঠনিক সম্পাদক পদে দুই জন, কার্যনির্বাহী সদস্য পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মহিপুর আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশন প্রধান মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলু গাজী, সহকারী হিসেবে রয়েছেন মো. সোহাগ হাওলাদার ও মোঃ জাহিদুল ইসলাম।
এ জাতীয় আরো খবর..