সবুজ মিয়া কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ লতা পালমা (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার আগে বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি লতা পালমা উপজেলার দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের উজ্জল পালমার স্ত্রী।
ওসি বলেন, স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিন চুয়ারিয়াখোলা গ্রামে লতা পালমার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) এর ২৬ ধারায় মামলা (নং-২৮(১১)২৪) হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..