শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাবে ১৮ তারিখ বুধবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) স্বপ্নের ঠিকানা প্রকল্পের পক্ষ থেকে Annual seminar on project update প্রোগ্রামের আয়োজন করা হয়।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ধননজয় মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আব্দুল হাই সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মানিক চাঁদ রায়, সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব দীপক কুমার দাস, সোনাতলা ব্রিজ স্কুলের সভাপতি জনাব মোঃ ইউনুস আলী হাওলাদার, কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব রাগিব আহসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ব্রিজ স্কুল সুপারভাইজার, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, ব্রিজ স্কুলের শিশু প্রতিনিধি।
উক্ত প্রোগ্রামে ব্রিজ স্কুলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক জনাব রাগিব আহসান। উপস্থিত অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। সবশেষে নির্বাহী অফিসার তার সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে কিছু সু- পরামর্শ দেন এবং প্রকল্পের এমন সুন্দর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর..