ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)
অদ্য ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার নাগেশ্বরী উপজেলার পৌর এলাকা ঘুরে দেখা যায় যত্রতত্র প্রচন্ড শব্দে মাইকিং হচ্ছে, এতোটাই তীব্র উচ্চ শব্দে মাইকিং করা হয় যে আশপাশের দোকানপাট থেকে শুরু করে রাস্তায় চলাচল করা মানুষজন স্বাভাবিকভাবে রাস্তায় কথাও বলতে পারে না।
পৌরসভায় অবস্থানরত অনেকের সাথে কথা বলে জানা যায় প্রতিদিনই সকাল ৮:০০ ঘটিকা থেকে শুরু করে রাত ৯/১০ ঘটিকা পর্যন্ত অনবরত উচ্চ শব্দের মাইকিং চলতেই থাকে। অনুসন্ধানে জানা যায় বিভিন্ন কিন্টার গার্টেন, বিভিন্ন প্রাইভেট মাদ্রাসা, পৌরসভার বেশ কয়েকটি স্কুল সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এই মাইকিং পরিচালনা করে থাকে। এছারাও ইসলামী সভা বা সমাবেশের মাইকিং তো প্রতিদিন লেগেই আছে যা সকাল থেকে শুরু করে গভীর রাত অবধী চলতে থাকে এর বাইরেও বিভিন্ন স্থানে প্রতিদিন গভীর রাতে উঠতি বয়সের ছেলেদের পিকনিক এর নামে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচন্ড শব্দে সারারাত ধরে ডিজে গান চালিয়ে পাড়া প্রতিবেশিদের ঘুমের ব্যঘাত সৃষ্টি করছে।
এতোটা উচ্চ শব্দের মাইক ব্যবহার করে মাইকিং করাতে একদিকে যেমন মানুষের মাঝে তীব্র বিরক্তি চলে আনছে তেমনি অন্যদিকে মানুষের শ্রবনশক্তি দিনদিন হ্রাস পাচ্ছে। এরকম অনিয়ন্ত্রিত মাইকিং এর ব্যবহার রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের তেমন কোনো শক্ত পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেকের দাবী প্রশাসন যেনো খুব দ্রুতই অনিয়ন্ত্রিত মাইকিং সহ উচ্চ শব্দের মাইকিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এ জাতীয় আরো খবর..