মহেশখালী প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার ও শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর বাজার, কায়দাবাদ বাজারে অভিযানের সময় দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে; মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মার্চ) বিকালে লম্বাঘোনা বাজার, শাপলাপুর বাজার,কায়দাবাদ বাজারে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় - মহেশখালী উপজেলার অন্তর্গত বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজবীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অপর কায়দাবাদ বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার)টাকাসহ মোট ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন বলেন- ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।
এ জাতীয় আরো খবর..