×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ৫৬ বার পঠিত
সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল  থানার  অফিসার ইনচার্জ (ওসি)  মো: শফিকুল ইসলাম খান।

 বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত  মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে পুরষ্কার তুলে দেন জেলার পুলিশ সুপার আজিজুল ইসলাম । নভেম্বর-২০২৪ মাসের কাজের স্বীকৃতি হিসেবে তাঁর কর্মস্থল কোতোয়ালি মডেল  থানার ওসি হিসেবে  তৃতীয় বারের মত এই স্বীকৃতি পেলেন তিনি।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার  আজিজুল ইসলাম কে। তিনি বলেন, ধন্যবাদ জানাই ময়মনসিংহ  জেলার সুযোগ্য পুলিশ সুপার আজিজুল ইসলাম  স্যারকে। আমার কাজের মূল্যায়ন করে পূর্বের ন্যায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (নভেম্বর- ২০২৪) এ তৃতীয় বারের মতো আমাকে আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে মানুষের সেবায় কাজ করার সুযোগ প্রদানের জন্য।

জানা যায়, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কোতোয়ালি  থানাকে নির্বাচিত করা হয়।

তিনি বলেন, আমার এই স্বীকৃতি আবারো আমার কোতোয়ালি মডেল  থানার  আপামর সকল জনগণসহ সকল অফিসার ও ফোর্সদেরকে উৎসর্গ করলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat