আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
আদমদিঘী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ শামীম (৩৬) নামর এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার ডহরপুর গ্রামের মৃত আতাব হোসেনের ছেলে বলে জানা গেছে। আদমদিঘী থানা পুলিশ জানান, বুধবার রাত ৮টারদিকে উপজেলা বাস স্ট্যান্ডে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করা কালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০ পীচ ট্যাবলেট সহ ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকা বাসীরা জানিয়েছেন উক্ত মাদক ব্যবসা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। এবিষয়ে আদমদিঘী থানাতে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মোস্তাফিজুর রহমান।
এ জাতীয় আরো খবর..