×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ২৫ বার পঠিত
চট্টগ্রাম, অফিস:
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিজয়ের ৫৩ বছর পরেও দেশের মানুষ মৌলিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে ডিসি পার্কের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, “৫৩ বছর পার হলেও মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত না হলে বিজয়ের প্রকৃত অর্জন সম্ভব নয়।”  

মেয়র শাহাদাত আরও বলেন, “বর্তমানে মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও প্রতিবন্ধকতা রয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এজন্য সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে একটি প্রাতিষ্ঠানিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”  

তিনি আরও বলেন, “বিজয়ের শিক্ষা হলো ঐক্য। আমরা ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। মানুষের মৌলিক অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হলে, দেশ হবে সমৃদ্ধিশালী ও দুর্নীতিমুক্ত।”  

পুষ্পস্তবক অর্পণের পর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat