ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৮। অভিযানে চারটি কিশোর গ্যংয়ের ২০ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার রাত ১১ টায় ঝালকাঠি সদর থানা পুলিশে হস্তান্তর করা হলে মুচলেকায় মুক্তি দেয়া হয়। যা নিয়ে এলাকবাসি হতাশ মনোভাব ব্যক্ত করেছে।
সিপিসি কোম্পানী র্যাব-৮ বরিশালের ডিএডি নায়েক সুবেদার কাজী নজরুল ইসলাম অভিযানে আটকের পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন। তবে শুক্রবার রাতেই পুলিশের কাছে অভিভাবকরা মুচলেকা দিয়ে নিয়ে যায় সন্তানদের।
ডিএডি নজরুল ইসলাম আরো জানান, 'বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে আমরা জেনেছি ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয়। এরা বিভিন্ন সময়ে মারপিট, ইভটিজিং, চুলের উগ্র কাটিং, হাফপ্যান্ট, শরীরে ট্যাটু আঁকাসহ উগ্র বেশ-ভূষায় দলগত ভাবে চলাফেরা করে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। গত শুক্রবার ৩১ মে বিকেলে চারটি গ্যাংয়ের দলনেতাসহ ২০ জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থার সুপারিশসহ শুক্রবার রাত ১১ টায় থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, যেহেতু এদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং অনেকেই শিক্ষার্থী সেই বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করে দিয়েছি।
এলাকবাসির অভিমত, যাদের যন্ত্রনায় আমরা অতিষ্ট, প্রশাসন উদ্বিগ্ন তাদের অন্তত মোটা অংকের জরিমানা করে ছাড়া উচত ছিল। এরা ছাত্র বা বেকার হতেই পারে। কিন্তু তাদের কার্যকলাপে অতিষ্ট হয়ে শুনে ছিলাম তালিকা করে আইনের আওতায় আনা হবে। বাস্তবে এর কোন সুফল না পেলেও র্যাব-৮ নিজ উদ্যোগে তা করায় আমরা সস্তি পেয়ে ছিলাম। কিন্তু খুব সহজ শর্তে এরা ছাড়া পাওয়ায় তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলে অভিমত এলাকাবাসির।
এ জাতীয় আরো খবর..