×
সদ্য প্রাপ্ত:
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন রাজৈরে গাঁজা সহ যুবক গ্রেপ্তার, ১৫ দিনের জেল আওয়ামীলীগের প্রত্যকটি অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে, সিরাজগঞ্জে বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য টুকু চকরিয়া কাকারা আবু বক্কর ছিদ্দিক(রা:) হেফজখানার বার্ষিক সভা সম্পন্ন কুমিল্লা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় নিহত-৩ আদমদীঘিতে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট চাল দিয়ে মাছ শিকার করছেন অসাধু ব্যবসায়ীরা বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু পঞ্চগড় সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে জনসমুদ্রে পরিণত সান্তাহারে জমে উঠেছে বিদেশি কাপড়ের জমজমাট ব্যবসা সেনাবাহিনীর সার্জেন্টের পরিবারের উপর হামলায় আহত-৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ১৫ বার পঠিত
বরগুনা থেকেঃ
এম সাহাবউদ্দিন সাবু 

৭ বছর পর কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর ২০২৪ইং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা খালেদা জিয়া।

সর্বশেষ ২০১৭ সালের ১২ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

এরআগে ২০১৮ ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর মধ্য দিয়ে এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন বেগম খালেদা জিয়া।

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের উচ্চ পর্যায়ের কর্মকর্তা গন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা যায়। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনরাও তাঁর উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। এর আগে বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা গন অনুষ্ঠানে রিসিভ করেন।

বিএনপি নেত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর একে একে বিশিষ্টজনেরা তার সাথে সাক্ষাৎ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের তিন অগ্রনায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat