ষ্টাফ রিপোর্টারঃ
বিশ্ব জনসংখ্যা দিবস/২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।"অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচলক মার্জিয়া হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব) তাহমিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ পরিবার পরিকল্পনা এর পরিচালক কাজী মাহফুজুল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃআরিফুল হক মৃদুল প্রমুখ।
ময়মনসিংহ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ১জন পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যান পরিদর্শিকা, ১জন উপ সহকারী কমিউনিটি মেডিকেল আফিসার, ১ জন পরিবার কল্যাণ পরিদর্শিক, ১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানকেন্দ্র,১টি ইউনিয়ন পরিষদ, ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ২টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা।
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক তত্ত্বাবধান করেন এস এম শফিকুল ইসলাম।ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে পরিবার পরিকল্পনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..