×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ৫১ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
স্টাফ রিপোর্টার, শেরপুর

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে ‘শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগমুহূর্তে আজকের এই দিনে বাঙালিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ প্রমুখ।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও অন্যান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat