নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহে আজাদ ফুটওয়্যার একটি ব্র্যান্ড।জুতার জগতে উন্নত ডিজাইনের ,আধুনিক রুচিসম্মত চাহিদা নিয়ে এলো আজাদ ফুটওয়্যার ।গত ২২ মার্চ শুক্রবার বিকালে ৪৪ স্টেশন রোডে মিলাদ ও ইফতার বিতরণের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শো-রুমটি শুভ উদ্বোধন করা হয়েছে ।উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ ফুটওয়্যার এর স্বত্বাধিকারী ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন ।এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বদেশী বাজার আজাদ বাজারের স্বত্বাধিকারী এ্যাডভোকেট রেজাউল ও ব্যাবসায়ী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আজাদ ফুটওয়্যার এর মোঃ শফিকুর রহমান প্রমূখ।এছাড়া স্থানীয় ব্যাবসায়ী প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন। ১৯৪৭ সালে আশরাফ হোসাইন এর পিতা মরহুম ইসহাক আলী চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে এখানে ব্যাবসা শুরু করেন এবং তিল তিল করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই,শুরু হতে থকলো ব্যাবসা ক্ষেত্রে সততার উৎকৃষ্ট উদাহরন বৃহত্তর ময়মনসিংহের মানুষের মুখে মুখে একটি নাম আজাদ ফুটওয়্যার,যেখানে ঠকে যাওয়ার সম্ভাবনা নাই বরং তৈরী হয়েছে সহাস্রধিক নীরব কর্মসংস্থানের সুযেগ।বাংলাদেশের পাইকারী জুতার জগতে আজাদ ফুটওয়্যার এর নাম জানেনা এমন কোন প্রতিষ্ঠান নাই।বৃহত্তর ময়মনসিংহের এমন কোন ইউনিয়নের বাজার নাই যেখানে আজাদ এর জুতা পাওয়া না যায়।বাজারের যে কোন জুতার চেয়ে মানসম্মত,সাশ্রয়ী ও টেকসই এর অন্যতম কারণ।শীতাতপনিয়ন্ত্রিত নতুন আঙ্গিকে শোরুমটিতে জুতোর পাশাপাশি তৈরী পোশাকও পাওয়া যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..