হাবীবুল ইসলাম, আটপাড়া উপজেলা প্রতিনিধি
আটপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ভাবে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা-সভা।
বুধবার দুপুর ৩: ০০ ঘটিকায় আটপাড়া উপজেলা কৃষক দলের আয়োজনে আটপাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা প্রাঙ্গণ এসে শেষ হয়।
পরে আটপাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে, কৃষকদলের আটপাড়া উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান সভাপতিত্বে এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম লিটন, বানিয়াজান ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক শাজাহান কবীর , যুগ্ন আহবায়ক রিপন মিয়া পাঠান,ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকসহ উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..