ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি :-
দেবহাটায় সর্ববৃহৎ মেধাবৃত্তি কিশোরকন্ঠ পাঠক ফোরামের ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা—২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেবহাটা উপজেলা পাঠক ফোরামের উদ্যোগে সখিপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির প্রায় ১৬৬ জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ৫৯ জন ছেলে ও ১০৭ জন মেয়ে।
শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে। তাদের সাথে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দও আসেন। তারা এ বছরের বৃত্তি পরীক্ষার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হবে এবং বই ছাড়াও বাহিরের জ্ঞান অর্জনে কিশোরকণ্ঠ সহায়ক ভূমিকা পালন করবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহবুবুল আলম, কোমরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী,
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দেবহাটা উপজেলা শাখার চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন প্রমুখ।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দেবহাটা উপজেলা শাখার চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন পরিদর্শন শেষে বলেন , সারা দেশেই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় সাতক্ষীরা শহরসহ প্রতিটা উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, একজন শিক্ষার্থীকে পড়াশুনায় মনোযোগী করে গড়ে তোলা, তাদের জ্ঞান অর্জনে সহযোগিতা করা। আমরা চাই দেশে এমন একটি প্রজম্ম গড়ে উঠুক যারা আগামীর বাংলাদেশ সততা ও নিষ্ঠার মাধ্যমে নেতৃত্ব দিবে।
এ জাতীয় আরো খবর..