×
সদ্য প্রাপ্ত:
কালীগঞ্জে আইন সহায়তা নিয়ে নেটওয়ার্কিং সভা নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত শেরপুরে জনবস্তিতে চালকলে দূষিত হচ্ছে পরিবেশ, বিপাকে গ্রামবাসী, প্রশাসন নিরব মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী দেশের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সদস্য এসআই ফয়সালের ‘অসদাচরণ’ কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও নতুন পরিচয়ে রিচি সোলায়মান যে কারণে প্রায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিলো টেসলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ২২ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ শুমারির মূল কাজের উদ্বোধন করা হয়। ১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ১৫ দিনব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে।

অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তথ্য সংগ্রহকারী নাহিদুুল ইসলাম রিজন, আব্দুল্লাহ আল-আমীন, আতিকুর রহমান রাজু ও হাসান মিয়াসহ অনেকে জানান, তাদেরকে তথ্য সংগ্রহের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু করেছেন।

সুপারভইজার আসাদুলসহ কয়েকজন সুপারভাইজার জানান, তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা ও যেকোন সমস্যা মোকাবেলায় তাদেরকে পরামর্শ সেবা এবং তথ্য সংগ্রহকারীদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুপারভাইজারগন মাঠে ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। তাছাড়া তথ্য সংগ্রহের সার্বিক অবস্থা উপজেলার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কাজে তারা ব্যস্ত সময় পার করছেন।

নকলা উপজেলার জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুর রহমান জানান,  চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজে নকলায় ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ১২৪ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জনকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদেরকে এরই মধ্যে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ও চন্দ্রকোনা কলেজ এই দুইটি ভ্যানুতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই অর্থনৈতিক শুমারির মাধ্যমে প্রতিটি ইউনিট বা পরিবারের প্রায় ৭০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন তারা। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মো. জাহাঙ্গীর আলম জানান, দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর পর এমন শুমারির কাজ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সারা দেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। সংগ্রহকারীদের কাজ তদারকির জন্য প্রয়োজনীয় সংখ্যক সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে লিস্টিংয়ের মাধ্যমে দেশের ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। এই শুমারিতে এদেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত আছেন, তারা কি ধরনের প্রতিষ্ঠানে ও কোন ধরনের পদে কর্মরত আছেন এবং বিদেশি নারী-পুরুষ কর্মী কতজন এদেশে রয়েছেন এতথ্যও সংগ্রহ করা হচ্ছে।

তথ্য মতে, মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) সমৃদ্ধ ডেটা সেন্টার ব্যবহার করা হচ্ছে। মাঠ পর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার আগ পর্যন্ত সংগৃহীত সকল তথ্য-উপাত্ত গোপনীয় অবস্থায় থাকবে। যার মাধ্যমে পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী একদিকে তথ্য সংগ্রহে শুমারি কর্মীদের সহযোগিতা করা অপরদিকে এই আইন দ্বারা জনসাধারণের প্রত্যেকের ব্যক্তিগত তথ্যর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শুমারির কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করার জন্য জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জিওকোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ব্যবহৃত ট্যাবলেটগুলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat