×
সদ্য প্রাপ্ত:
কালীগঞ্জে আইন সহায়তা নিয়ে নেটওয়ার্কিং সভা নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত শেরপুরে জনবস্তিতে চালকলে দূষিত হচ্ছে পরিবেশ, বিপাকে গ্রামবাসী, প্রশাসন নিরব মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী দেশের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সদস্য এসআই ফয়সালের ‘অসদাচরণ’ কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও নতুন পরিচয়ে রিচি সোলায়মান যে কারণে প্রায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিলো টেসলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৬
  • ২৮ বার পঠিত
ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)

অদ্য ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলার উপজেলা প্রশাসন অডিটরিয়ামে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট ঢাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা এর আওতায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ -২০২৪-২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আলম, জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, সহকারী পরিচালক উপবৃত্তি (সহযোগী অধ্যাপক) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট, ঢাকা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিক এরফান, সহকারী পরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট, ঢাকা। সভাপতিত্ব করেন জনাব সিব্বির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, নাগেশ্বরী, কুড়িগ্রাম। এছারাও উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুল ইসলাম, নাগেশ্বরী, কুড়িগ্রাম ও জনাব নিখিল চন্দ্র বর্মন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কুড়িগ্রাম হচ্ছে সবথেকে দারিদ্রতম জেলা, এই জেলার অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নীচে অবস্থান করেন। এই জেলাধীন নাগেশ্বরী উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়ন নদী ভাঙ্গন ও চরাঞ্চল বেষ্টিত, এখানে অধিকাংশ যায়গায় যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা অত্যন্ত খারাপ, এই উপজেলার মানুষ দারিদ্রসীমার নীচে থাকায় শিক্ষার হার দেশের অন্যান্য উপজেলা বা জেলার থেকেও অনেক কম। তাই কর্মশালার শুরুতেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ তাদের বক্তব্যে নাগেশ্বরী উপজেলায় শিক্ষার হার বৃদ্ধির জন্য শিক্ষার্থীদেরকে শতভাগ উপবৃত্তির আওতায় নিয়ে আসার জন্য বিনিত অনুরোধ রাখেন সরকারের সংশ্লিষ্ঠ দপ্তর বা মন্ত্রণালয়ের প্রতি।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণের বক্তব্য শুনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ কর্মশালার সভাপতি মহোদয় তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন এবং জানান কুড়িগ্রাম জেলাকেও শতভাগ উপবৃত্তির আওতায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন যাতে এই জেলাটিকেই শতভাগ উপবৃত্তির আওতায় নেয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat