চট্টগ্রাম রাউজান থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতার তিনটি মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে ফজলে করিম চৌধুরীকে আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, রাউজান থানার তিনটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
তিনি আরও জানান, রাউজান থানার আরও একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলেও নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় ওই মামলার শুনানি হয়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে ফজলে করিম চৌধুরী সংসদ সদস্য পদ হারান। এরপর তিনি আত্মগোপনে চলে যান।
গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তিনি গ্রেপ্তার হন। পরে গত ১৯ সেপ্টেম্বর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলছে। আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।