মোঃ সুমন রাজস্থানী রাঙ্গামাটি
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি রাজস্থলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিতি চাকমা । সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাদের সংবর্ধীত হন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারি মাপ্রুমা মার্মা,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী মাচিংওয়ন মার্মা,সফল জননী নারী থুইচিং মারমা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শান্তিলতা তংচংগ্যা,নির্যাতনের ভিবিষিকা মুচে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী য়ইনুচিং মারমা তাদের অবদানের জন্য ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, রাজস্হলী প্রেসক্লাবের সভাপতি,আজগর আলী খান সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক কর্মী উপস্থিত ছিলেন
এ জাতীয় আরো খবর..