×
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১০ বার পঠিত
পরিতোষ বড়ুয়া রানা, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমর একুশে বই মেলার উদ্বোধন হয়েছে। ২৬ দিনব্যাপী এই মেলা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।  
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দীর্ঘ সাড়ে পনের বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে জুলাইয়ের ৩৬ দিনে ছাত্র-জনতার রক্ত দিয়ে বাংলাদেশ বদলে গেছে। সেই সংগ্রামের ন্যারেটিভের উপর দাঁড়িয়েই আজকের এই বই মেলা।" তিনি আরও বলেন, "আমরা আশা করি, এই সংগ্রামে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীরা তাদের অভিজ্ঞতা লিখবে এবং শহীদদের স্মৃতিকে ধরে রাখবে।"  
চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন সভাপতির বক্তব্যে বলেন, "ছাত্র-জনতা ও শ্রমিকদের সংগ্রামের কারণেই আমরা আমাদের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষা করতে পেরেছি। পড়াশোনা ও জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। আল কোরআনের প্রথম আয়াতেই বলা হয়েছে, 'পড়ো তোমার প্রভুর নামে।' তাই সবাইকে বই কিনতে এবং পড়তে উৎসাহিত করতে হবে।"  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য দেন অমর একুশে বই মেলা চট্টগ্রাম-২০২৫ এর আহ্বায়ক ও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।  
উদ্বোধনী অনুষ্ঠানে 'শ্রেয়সী' নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরপর অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল সাজানো হয়েছে, যেখানে দর্শনার্থীরা বই কিনতে ও সাহিত্যচর্চায় অংশ নিতে পারবেন।  
এই বই মেলা চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের জন্য একটি উৎসবের মতো, যা জ্ঞানচর্চা ও সৃজনশীলতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat