আবু হাসান আপন নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে ১৯৬৮ সালে সাবরেজিস্ট্রি জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময় হতে সাবরেজিস্ট্রি অফিসের প্রধান করণিক মরহুম হাজী আব্দুর রাজ্জাক মসজিদের পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণের পূর্ব পর্যন্ত বিভিন্ন মেয়াদে মসজিদের দায়িত্ব পালন করে গেছেন বিধায় ঐতিহ্যবাহী এই মসজিদের অরিজিনাল দলিলপত্রাদি মরহুম হাজী আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে ছিল। পরবর্তীতে তাঁর সন্তানাদি বাড়ির কাজ করতে গিয়ে বাড়িতে থাকা পুরনো ট্রাংকের ভিতর মসজিদের দলিল পত্রাদি পেয়ে সাবরেজিস্ট্রি অফিসে জানানোর পরও প্রয়োজনীয় না থাকায় কেউ গুরুত্ব দেয় নাই। মরহুম হাজী আব্দুর রাজ্জাকের তৃতীয় পুত্র নারায়ণপুর ডি.এস কামিল (এম.এ) মাদ্রাসার সহকারি অধ্যাপক, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি ও নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য এ. কে. এম. হাবিবুর রহমান হেলাল বর্তমান সাবরেজিস্টার মোঃ তফাজ্জল হোসেন এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। এই ব্যাপারে।সোমবার (১৫/৭/২৪) দুপুরে নবীনগর সাবরেজিস্ট্রি কার্যালয়ে সাব রেজিস্টার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ তফাজ্জল হোসেনের নিকট ওই মসজিদের প্রতিষ্ঠালগ্নের অরিজিনাল দলিল পত্রাদি হস্তান্তর করেন সাংবাদিক অধ্যাপক এ. কে. এম. হাবিবুর রহমান হেলাল। এ সময় উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠসাংবাদিক মাহবুব আলম লিটন, মোঃ জহিরুল ইসলাম, কাওসার আলম ভূঁইয়া অপু, আবু হাসান আপন, দলিল লেখক সমিতির সভাপতি জারু মিয়া ও অত্র অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ জাতীয় আরো খবর..