×
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ২০ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নাঙ্গলকোটের বাংঙ্গড্ডা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার বাংঙ্গড্ডা বাজারে এ ঘটনা সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানা যায় , কুমিল্লা  নাঙ্গলকোট উপজেলার বাংঙ্গড্ডা এলাকায় বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের সংঘর্ষে সেলিম ভূইয়া  নিহত হন।
এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়াকে নিজের কর্মী বলে দাবি করেছেন। বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ সরকারি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় এখন পযর্ন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যাইনি। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat