মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী:
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে গতকাল ৯ ডিসেম্বর সোমবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৪ উপলক্ষে ২৫ শে নভেম্বর , ও ১০ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০২৪ ,
উদযাপন উপলক্ষে জয়িত অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় রাজবাড়ীর শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, রাজবাড়ীর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী।
অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন , সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন , স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে ।জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের পাঁচ শতাধিক নারীরা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..