×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩ বার পঠিত
সাহাবউদ্দিন
বরগুনা প্রতিনিধি
বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নুহুউল আলম নবীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় মাসুম তালুকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইফতেখায়রুল রাসেল ও নৈশপ্রহরী রাজু তালুকদারের বিরুদ্ধে আদালতে গাছ কাটার মিথ্যা মামলা করেন। দুই আসামি গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে মিথ্যা মামলা করায় বাদী মাসুমকে বিকেল ৫টা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে মামলাটি খারিজ করে দেন।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নুহুউল আলম নবীন বলেন, মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলার বাদীতে বিকেল পাঁচটা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি  দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat