রহমত আল আকাশ, দিনাজপুর:
শীতের তীব্রতায় কাঁপছে উত্তরাঞ্চলের হিমপ্রবণ জেলা দিনাজপুর । হিমেল আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরে পড়ছে কুয়াশার শিশির। গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তবে রোববার এ জেলায় দেশের তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় ঘন কুয়াশা সেই সঙ্গে বেড়েছে শীতের দাপট। এতে বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। এদিকে দুপুরে একটু গরম ও রাতে তীব্র শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি। দিনাজপুর মেডিকেল কলেজ ও জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, জেলায় বেশ শীত পড়ে গেছে। রাত থেকে কুয়াশা দেখা যাচ্ছে। গত কয়েকদিন থেকে বেশ ঠান্ডা পড়েছে। শনিবার সকাল টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
এ জাতীয় আরো খবর..