এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণের ঘোষগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামি মো: ফয়সাল (৩০) জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউপির ঘোষগাঁও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকা হতে ২০৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামি ফয়সালের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..