মোঃ মোরসালিন আহমেদ মুসা:
ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মাওহা ইউনিয়নের তাঁতিরপায়া গ্রামে ভাতিজার মাছ ধরার কোচের ঘায়ে আহত চাচা আব্দুল বারেক (৫৫) আজ (রবিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এদিকে এ মামলার জামিন নিতে অভিযুক্তরা ময়মনসিংহ বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে গৌরীপুর থানা থেকে এসময় বার্তা পাঠানো হয়, আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ময়মনসিংহ কোর্ট পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম তাৎক্ষণিক আদালতকে বিষয়টি অবহিত করলে আদালত আসামিদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।নিহত আব্দুল বারেকের অপর ভাতিজা আল আমিন জানান- আমার বাপ-চাচারা পাঁচ ভাই। নিহত বারেক আমাদের সবার ছোট চাচা। গত মঙ্গলবার রাতে বারেক চাচা বাড়ির সামনে পুকুর পাড়ে গেলে আমাদের বড় চাচা আব্দুল মোতালেবের ছেলে সাকিবিল্লাহর সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিবিল্লাহর হাতে থাকা মাছ ধরার কোচ দিয়ে চাচাকে ঘা দেয়। এসময় সাকিবিল্লাহর ছোটভাই রাজিবিল্লাহ ও তার মা রেজিয়া ছুটে এসে লাটি দিয়ে চাচাকে পেটাতে থাকে। চাচার আত্মচিৎকার শুনে সবাই ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। আব্দুল বারেকের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিলো।
তিনি আরও জানান, আহত বারেক চাচাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হওয়ায় পরদিন ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন- এঘটনায় আব্দুল বারেকের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছিলেন। তাঁরা আজ আদালতে হাজিরা দিতে গিয়েছে এমন তথ্য আমাদের কাছে ছিলো। আব্দুল বারেকের মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে তা কোর্ট পরিদর্শককে জানাই, তখন আদালত তাদের আটক করেন।
এ জাতীয় আরো খবর..