মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিযনের বাঁশ বাড়ী ১ নং ওয়ার্ডে মৃত নিয়ত আলীর দুই ছেলে জয়নাল আবেদীন ও তার ছোট ভাই আব্দুল হালিম মাষ্টার এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানান প্রতিদিনের মত সোমবার দিবাগত রাত খাবার দাবারের শেষে দুই পরিবার ঘুমিয়ে যান। রাত সাড়ে তিনটাযর দিকে ২৫-৩০ জনের কালো মুখোশধারী ডাকাত দল বসত বাড়িতে এসে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা চোখ বেঁধে ফেলে। দুই বাসা থেকে স্বর্ণ অলংকার নগদ টাকা পয়সা টিভি মোবাইলসহ প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে য়ায। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়েই ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে,মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারের চেষ্টা চলছে পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিম মাস্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ জাতীয় আরো খবর..