বরগুনা সংবাদদাতা: বরগুনায় একই পরিবারের উপর পুনরায় হামলা " বাড়িঘর ভাংচুর ও লুটপাট ,ফলস বাগান কেটে তছনছ করেছে প্রতিপক্ষরা, বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের,কালিরতবক গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান অভিযুক্ত খোকন , পনু, রাজ্জাক, সিদ্দিক, মিরাজ আরো ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সাইদুল আকনের বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া ঘরের মালামাল লুট করে , প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ অলংকার, টাকা নিয়ে যায়, তাতেই তারা ক্ষান্ত হননি যাওয়ার সময় বাগানের ২২ টি ফলস গাছ কেটে ফেলে। এতে ভুক্তভোগী পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে, তাদের সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আয়ত্তে আনার দাবি জানান। উল্লেখ্য গত ১০ মার্চ ২০২৪ ইং অনুমান ১:৩০ মিনিটের সময়, কালিরতবক গ্রামের দুই নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা আহত হয় সাইদুল আকন ,জামাল আকন সহ পাঁচজন, জানা যায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষ আলি আকনের ছেলে পনু আকন, আজিজ আকনের ছেলে খোকন আকন এর সাথে সালিশ বৈঠক হয়, এতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে খোকনরা , ভুক্তভোগী সাইদুল আকনের স্বজনরা বলেন গালিগালাজের বিষয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সিদ্দিক মেম্বার, রাজ্জাক চৌকিদার ও তার ভাইয়ের ছেলে মিরাজ , পনু, খোকন ও তার ছেলে সাওন আমাদেরকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে , এ ঘটনায় আহত হয় তাজেম আলী আকনের ছেলে সাইদুল আকন, ইসমাইল আকন, ও ইসমাইলের ছেলে জামাল আকন, মোসলেম খান এর ছেলে মন্টু খান,সহ অনেকে। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান পনু আকন ও খোকন , সিদ্দিক মেম্বার , রাজ্জাক চৌকিদারের ক্ষমতার জোরে সালিশি ব্যবস্থা আইন কানুন কিছুই মানে না অভিযুক্ত সন্ত্রাসীরা। উল্লেখিত ঘটনায় পুলিশ সুপারের কাছে আইনি সহায়তা চান অসহায় পরিবার। আহত সাইদুল আকন, সাংবাদিকদের জানান দুপুরে তার বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশি চলছিল তুচ্ছ ঘটনায় কথার কাটাকাটির একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক মেম্বার ও রাজ্জাক চৌকিদার ,পনু আকন ও খোকনের পক্ষে তারা আমাদেরকে খুনের উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে আহত করে , তাদের হামলায় বাদ যায়নি প্রতিবেশীরাও। আহতদের স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ বিষয় অভিযুক্ত পনু আকন, এর সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়, ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা আরো জানায় ঘটনার দিন সাইদুল আকনকে আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রতিপক্ষরা সন্ত্রাসী নিয়ে হাসপাতালেও আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে এতে গুরুতর আহত হয় জামাল নামের একজন, ভুক্তভোগী সাইদুল আকনের সহধর্মিনী মাঞ্জুরা বেগম বলেন ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান আলো আকন উপস্থিত ছিলেন, তার সামনে বসে আমাদেরকে প্রতিপক্ষরা পিটিয়েছে আমরা এর বিচার চাই। পরবর্তীতে এ ঘটনা ঘটিয়েও তারা ক্ষান্ত হননি গভীর রাতে আমাদের ফলস গাছপালা কেটেছে, ঘর লুট করেছে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী কাছে এর বিচার চাই। আমরা অসহায় পরিবার সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্রে থেকেও আতঙ্কে দিনকাটাচ্ছি। এ ব্যাপারে মামলা হয়েছে জানান ভুক্তভোগী পরিবার।
এ জাতীয় আরো খবর..