ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ)
মঙ্গলবার সকাল ১০ টায় ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা নামক গ্রামে জমিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আতোয়ার রহমান( ৬০) একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
সকালের এই ঘটনায় আরো ৭জন মারত্মক ভাবে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । আহত ব্যক্তিরা হলো বল্লা এলাকার মোজাম্মেল হক,মাহফুজা বেগম, সাখাওয়াত হোসেন, বাবুল হোসেন, মামুন রেজা ও আবু তাহের ও আবেজ উদ্দিন প্রমুখ।
ধামইরহাট থানার মামলা সুত্রে জানা যায় , উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা মৌজায় ৪৩ শতাংশ জমি নিয়ে ঐ এলাকার আনোয়ার হোসেন এবং মৃত আছির উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে দির্ঘদিনের জমি জমা নিয়ে দ্বন্দ চলে আাসছিল। এ দিন দ্বন্দ্ব চলাকালিন ঐ জমিতে আনোয়ার হোসেন সরিষা রোপণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরে আনোয়ার হোসেনের নেতৃত্বে শাহজাহান আলী সাগর ও নুর আলম বেলাল আছির উদ্দিনের পরিবারের সদস্যদের উপরে হামলা চালিয়ে জখম করে।গন্ডগোল চলাকালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা আতোয়ার হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী আহত প্রায় ৭জনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসক জানান এদের মধ্যে আবেদ উদ্দিন ও মোজাম্মল হকের অবস্থা আশঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে রেফার্ড করার জন্য পরামর্শ প্রদান করেন।
এ সম্পর্কে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার মো. রাইসুল ইসলাম জানান, এবিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।মৃত দেহ ময়না তদন্তে জন্য নওগাঁ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে লাশ দেয়া হবে।
এ জাতীয় আরো খবর..