×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২০ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর:
অটোভ্যান চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর ২৪) সকাল আনুমানিক ৭টায় উপজেলার লোহারবন্দর এলাকার স্কুল পাড়ার একটি আম বাগান থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত অটোভ্যান চালকের নাম ভরত চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার কালুপাড়া পিটানীগাছা গ্রামের মৃত কালিদাস চন্দ্রের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভরত চন্দ্র সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে যাত্রী বহনেন জন্য বের হন। রাতে আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। একপর্যায়ে মঙ্গলবার সকালে কায়ছারুল নামে এক ব্যক্তি আম বাগানে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  ভরত চন্দ্রকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধারের সময় গলায় দাগের চিহ্ন দেখা গেছে। 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat