মোঃ নাজমুল হুদা, বান্দরবান (দঃ) প্রতিনিিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমের আমতলী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গলে ভেতর অবস্থানরত ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (৩০ নভেম্বর ২০২৪ইং) বিকাল ৪টার সময় আলীকদম সদর ইউনিয়নের আমতলী খেয়া ঘাট এলাকা থেকে বিজিবির নায়েব সুবেদার আব্দুস সবুর এর নেতৃত্বে তাদের আটক করা হয়।
এসময় ৩ জন মহিলা, ২ জন পুরুষ ও ৯ জন শিশুসহ মোট ১৪ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রেম জানায়, আটককৃতরা হলেন, তবিদুল্লা (৩৩) পিতা মৃত্যু – আব্দুল মজিদ, মাতা- লায়লা বেগম বুচিডং মায়ানমার,নুর আলম,পিতা মৃত্যু দিল মোহাম্মদ,মাতা- তাজু বেগম বুচিডং মায়ানমার,আনচারু স্বামী- নুর আলমবুচিডং মায়ানমার।ছেলে- ২ মেয়ে -১,রফিউল কাদের,পিতা মৃত্যু – নুর মোহাম্মদ,মাতা-মরিয়ম খাতুন, বুচিডং মায়ানমার।আয়েশা বেগম স্বামী রফিউল কাদের বুচিডং মায়ানমার মেয়ে – ৩। আনিছ ফাতেমা স্বামী -মজি মৌল্লা ছেলে -১ মেয়ে -২ বুচিডং মায়ানমার।
আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি লে. কর্নেল মোঃ আকিব জাভেদ বলেন,বিজিবি একটি টহল দল আমতলী ঘাটে অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গা নাগরিক আটক করে। তিনি আরও বলেন, তাদের বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান আছে বলে জানান ।
এ জাতীয় আরো খবর..