×
সদ্য প্রাপ্ত:
ভাণ্ডারিয়ায় যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন আউটার স্টেডিয়ামে নয়, বিজয় মেলা হবে শিশু পার্কের উচ্ছেদকৃত স্থানে দিনাজপুরের বীরগঞ্জের ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ চুরি করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা অশোকতলায় বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে যুবককে হত্যা সোমেশ্বরী নদী থেকে নির্বিচারে বালু লুটপাট বন্ধ করলো বিজিবি ডিমলায় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু আটপাড়া ডিসেম্বর মাসের বিভিন্ন দিবস উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ১১ বার পঠিত

প্রদর্শনী, জমকালো ফ্যাশন শো ও ছয়টি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে হয়ে গেল নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট প্রোডাক্টস প্রমোশন মিটিং’ নামের একটি জমকালো অনুষ্ঠানে।

গত মঙ্গলবার রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তিনির্ভর পোশাক প্রস্তুতকারক চাইনিজ প্রতিষ্ঠান নিংবো সিজিং কোম্পানি লিমিটেড এ আয়োজন করে। প্রদর্শনীতে সুতা উৎপাদন থেকে সকল ধাপ পেরিয়ে একটি পোশাক কীভাবে পরিধানযোগ্য হয়ে ওঠে, তা দেখানো হয়। এরপর কয়েকটি নতুন ডিজাইন পোশাকের উদ্বোধন ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে চীন ও বাংলাদেশের মডেলরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি পোশাক পরে র‍্যাম্পে হাঁটেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের তৈরি পোশাক খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের ৩০০-টিরও বেশি প্রভাবশালী সোয়েটার উৎপাদনকারী কোম্পানির মালিক ও নির্বাহীদেরসহ মূল শিল্প স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। এতে বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটি (বিইউএফটি), বাংলাদেশের সুপরিচিত ফ্যাশন স্কুল, বুনন শিল্পের ক্ষেত্রে উচ্চ-সম্পন্ন প্রতিভায় যৌথভাবে সহযোগিতা অন্বেষণ করতে অংশগ্রহণ করে।

এ দিন সিক্সিং ও বাংলাদেশের ৬টি কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে নিংবো সিক্সিং গ্রুপের চেয়ারম্যান ফ্র্যাঙ্ক সান বলেন, ‘বিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নিটিং মেশিনারি সরবরাহ ও ডিজিটাল নিটিং কারখানায় সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি। এই শিল্পের উদ্ভাবন ও উন্নয়ন ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’  

নিটিং শিল্পের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে নিয়মিত বড় অঙ্কের অর্থ বিনিয়োগের কথা জানিয়ে ফ্র্যাঙ্ক সান বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক পোশাকশিল্পের একটি অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র। তাই এ দেশ সবসময় আমাদের মনোযোগের কেন্দ্রে রয়েছে। শিল্প প্রতিযোগিতা বাড়লে বাংলাদেশে কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টি হবে।’

অনুষ্ঠানে সুইজারল্যান্ডের নিটিং মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টাইগারের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে-ইভেস বনভিন, সিক্সিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দীনসহ নানা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এই শিল্পসংশ্লিষ্ট তিন শতাধিক প্রভাবশালী সোয়েটার উৎপাদনকারী কোম্পানির মালিক ও নির্বাহী এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat